করোনামুক্ত আরিফিন শুভ-নুসরাত ফারিয়া
গত ১২ ডিসেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী নুসরাত ফারিয়া। করোনায় আক্রান্ত হওয়ার পর আইসোলেশবে ছিলেন তারা।
এবার ভক্তদের সুখবর দিলেন তারা। দুইজনই করোনামুক্ত হয়েছেন। করোনামুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তারা।
নুসরাত ফারিয়া বলেন, গত সপ্তাহে আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এরই মধ্যে আমি কাজে ফিরেছি। করোনায় আক্রান্ত হওয়ার পর আমার কোনো শারীরিক জটিলতা ছিল, যা এখনো নেই।
অন্যদিকে এক ভিডিও বার্তায় শুভ বলেন, গতকাল রাতে আমি করোনার দ্বিতীয় টেস্ট করিয়েছি। করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আল্লাহকে অসংখ্য ধন্যবাদ।
তিনি আরও বলেন, করোনায় আক্রান্ত পরবর্তীতে সময়ে দুইটি ঝামেলা হয়। যার একটি শ্বাসপ্রশ্বাসের সমস্যা ও অন্যটি হচ্ছে শারীরিক দুর্বলতা। আমার এই দুইটি সমস্যা আছে। আমি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার চেষ্টা করছি। আশা করছি খুব তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে যাবো। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ।