দেশে ফিরলেন সাকিব আল হাসান
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রোববার (৩ জানুয়ারি) সকাল ১০টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগে জেমকন খুলনার হয়ে প্রথম কোয়ালিফায়ার ম্যাচের আগে অসুস্থ শ্বশুর মমতাজ আহমেদকে (৭২) দেখতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব।
কিন্তু সাকিব সেখানে পৌঁছানোর আগেই উম্মে আহমেদ শিশিরের বাবা মমতাজ আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রায় আড়াই সপ্তাহ যুক্তরাষ্ট্র থাকার পর আজ দেশে ফিরেছেন তিনি।
আগামী ১০ জানুয়ারি থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হবে। করোনাবিধি মেনেই অনুশীলনে যোগ দেবেন সাকিব।