নেইমার-এমবাপ্পেদের নতুন কোচ হলেন পচেত্তিনো
কয়েকদিন আগেই থমাস টুখেলকে কোচের দায়িত্ব থেকে বরখাস্ত করে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)। দলটির নতুন কোচ হিসেবে শোনা যাচ্ছিল টটেনহামের সাবেক কোচ মাউরিসিও পচেত্তিনোর নাম।
অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে। নেইমার-এমবাপ্পেদের নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন পচেত্তিনো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।
পচেত্তিনো পিএসজির সঙ্গে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি করেছেন। তবে এই চুক্তি আরও এক বছর বাড়তে পারে। লিগ ওয়ানে বর্তমানে তিন নম্বরে আছে পিএসজি।
আগামী ফেব্রুয়ারি ও মার্চে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে বার্সার মুখোমুখি হবে পিএসজি। শীতকালীন ছুটির পর আগামী রোববার পিএসজির অনুশীলনে যোগ দিবেন পচেত্তিনো।