বড় দুঃসংবাদ, টেস্ট র্যাঙ্কিংয়ে সবার নিচে বাংলাদেশ
নতুন বছর এখনো মাঠে নামা হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের। মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ। আইসিসি কর্তৃক ঘোষিত সবশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে সবার নিচে নেমে গেছে বাংলাদেশ।
বাংলাদেশ দশে নামিয়ে একধাপ ওপরে উঠে গেছে আফগানিস্তান। ৫৫ রেটিং পয়েন্ট নিয়ে দশে আছে বাংলাদেশ। অন্যদিকে নয়ে থাকা আফগানিস্তানের রেটিং পয়েন্ট ৫৭।
এদিকে ঘরের মাটিতে পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ইতিহাসে প্রথমবারের মত টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে নিউজিল্যান্ড।
আইসিসি টেস্ট র্যাঙ্কিং-
১। নিউজিল্যান্ড – ১১৮ রেটিং
২। অস্ট্রেলিয়া – ১১৬ রেটিং
৩। ভারত – ১১৪ রেটিং
৪। ইংল্যান্ড – ১০৬ রেটিং
৫। দক্ষিণ আফ্রিকা – ৯৬ রেটিং
৬। শ্রীলঙ্কা – ৮৬ রেটিং
৭। পাকিস্তান – ৮২ রেটিং
৮। ওয়েস্ট ইন্ডিজ – ৭৭ রেটিং
৯। আফগানিস্তান – ৫৭ রেটিং
১০। বাংলাদেশ – ৫৫ রেটিং