যুক্তরাজ্য ভ্রমণে ৪০টি দেশের নিষেধাজ্ঞা আরোপ
যুক্তরাজ্যে নতুন ধরণের করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। দেশটিতে ফের করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে ৪০টি দেশ যুক্তরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বৈঠকে এর সদস্য দেশগুলো সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।
যুক্তরাজ্যের মত ডেনমার্কেও করোনার অতি সংক্রামক রূপ ছড়িয়ে পড়েছে। যার ফলে দেশটি থেকে বিদেশিদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে সুইডেন।
করোনাভাইরাসের নতুন এ ‘স্ট্রেইন’ মানুষ থেকে মানুষে খুব দ্রুতই ছড়িয়ে পড়ে। তবে এটি বেশি মারাত্মক কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।