শিশুদের স্মৃতিশক্তি বাড়াতে যা করনীয়
শিশুদের নিয়ে অভিভাবকদের অনেক চিন্তা। পড়ালেখায় অমনোযোগী। কিন্তু সব শিশুর স্মৃতিশক্তি সমান নয়। যাদের স্মৃতিশক্তি একটু দুর্বল, তাদের সেটি প্রখর করারও কিছু কৌশল আছে।
আসুন জেনে নিই শিশুদের স্মৃতিশক্তি বাড়ানোর করণীয় সম্পর্কে-
*** শিশুকে প্রশ্ন করতে শেখান। ফলে শিশুর মধ্যে কোনোকিছু জানার আগ্রহ তৈরি হয়। যত প্রশ্ন করবে, ততই বিষয়টি গভীরভাবে উপলব্ধি করবে। ফলে শিশুর স্মৃতিশক্তি শক্তিশালী হয়ে উঠবে।
*** শিশু যা শিখছে, সেগুলো দিয়ে তাকে ছড়া, গান তৈরি করতে শেখান। তাই মিউজিক বা ছড়া শিশুকে কিছু শেখালে সে তাড়াতাড়ি সবকিছু মনে করতে পারবে।
*** শিশুর স্মৃতিশক্তি বাড়াতে তাদের নিয়ে বাইরে ঘুরুন। আশপাশ নিয়ে ধারনা দিন।
*** শিশুকে কিছু শেখানোর সময় ছবির ব্যবহার করুন। অনেকটা বাস্তবিক। তাহলে শিশুর মনে রাখতে সুবিধা হবে।
*** বাবা-মা ও ভাইবোনের কাছ থেকে শিশু অনেক কিছু শেখে, তারা ভাল কিছু শেখালে শিশুর স্মৃতিশক্তি বাড়বে।
*** শরীরচর্চা শিশুদের শরীর ও মন দুই-ই ভালো রাখে। রোজ শরীরচর্চা করুন।
তথ্যসূত্র: বোল্ডস্কাই।